কালিহাতী প্রতিনিধি ॥
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নিম্মআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ঘুনী গ্রামের যুব সমাজ। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে ঘুনী গ্রামের ৭৫টি নিম্মআয়ের মানুষের বাড়ী বাড়ী গিয়ে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি করে চাল, ১ কেজি করে চিনি, ১ প্যাকেট করে সেমাই, ১প্যাকেট করে গুড়া দুধ, হাফ লিটার করে সয়াবিন তেল, ১ টি করে গুড়া সাবানের প্যাকেট ও ১টি গায়ের সাবান। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সোহেল রানা, যুব সমাজের পক্ষে বকুল, শিমুল, আনোয়ার, সাইফুল ইসলাম রমজান ও সাংবাদিক সোহেল রানা প্রমুখ। এর আগে দোয়া পরিচালনা করেন ঘুনী জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হাফেজ ক্বারী আব্দুল মমিন।
কালিহাতীতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
৩৭৮ Views