
বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
টাঙ্গাইলে তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধ শতাধিক ছিন্নমূল, অসহায় ও দরিদ্র বাচ্চাদের জন্য ঈদ উপলক্ষে নতুন জামা, খাবার বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) টাঙ্গাইল শহরের পৌর এলাকার ছয়আনী পুকুর পাড়ের পাশে মারিয়াম ফুড কর্নারে দশমিক ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় শিশুদের এক চিলতে হাসির জন্য অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
পথে ঘাটে, রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় প্রায়ই চোখে পড়ে অসহায় ও এতিম শিশুদের। অন্যসব শিশুদের মতো তাদের জীবনে আনন্দের ছোঁয়া নেই বললেই চলে। সামনে ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরে রয়েছে শিশুদের নতুন জামা কেনার হৈহুল্লোড়। প্রত্যেক মা-বাবাই তার সন্তানের জন্য ঈদে নতুন জামা কেনার চেষ্টা করেন তবে অসহায় এতিম শিশুদের নতুন জামা তো দূরের কথা ভালো খাবারও অনেক সময় ভাগ্যে জুটে না। সেই এতিম শিশুদের চোখে মুখে হাসি ফোটালেন দশমিক ফাউন্ডেশন।
অসহায় এতিম শিশুদের ঈদ উপহার হিসেবে উন্নতমানের নতুন জামাকাপড়, ভালো খাবার ও হাতে মেহেদী লাগিয়ে দিয়েছে দশমিক ফাউন্ডেশনের সদস্যরা। ঈদে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় এবং এতিম শিশুরা। তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানায়, এমন উপহার পাইয়া আমরা ম্যালা খুশি হইছি, কেউ কোনোদিন এতো ভালা উপহার দিছে না ও মেহেদী লাগায়া দেই নাই এই আফারা দিছে। ঈদে নতুন কাপড়ও পরতে পারুম আবার ঈদের দিন হাতে মেহেদীও থাকবে এটাই অনেক আনন্দের আমাদের কাছে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা শেফালী দাস ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ। দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমেনা আক্তার তিলোত্তমা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, স্বাস্থ্য চিকিৎসা ও বিষয়ক সম্পাদক ত্রিজান চৌহান, কার্যকরী সদস্য মিম আক্তার, আফরোজা আনিফা, রুদ্র, তানভীর ও সুইটিসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তোলেন।