
সোহেল রানা, কালিহাতী ॥
প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শহড় ছেড়ে নাড়ির টানে গ্রামের বাড়ি যাওয়া ঘরমুখো কর্মমুখী মানুষের ইফতারের কথা চিন্তা করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পরিবহন চালক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের মাঝে তৈরিকৃত ইফতার সামগ্রী বিতরণ করেছেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।
সোমবার (৮ এপ্রিল) ২৮ রমজানে ইফতারের আগ মুহূর্তে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে রাস্তায় দাঁড়িয়ে থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গমূখী বাস, ট্রাক, মাইক্রোবাস, মিনি ট্রাক চালক, যাত্রী এবং পথচারীদের হাতে তৈরিকৃত ইফতার সামগ্রী তুলে দেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বহু মানুষ শহড় ছেড়ে গ্রামে যাচ্ছেন। তাই উত্তরবঙ্গের প্রবেশদ্বার কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের চাপ। এই পথে সবাই খুব তাড়াহুড়ো করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। অনেকেই গাড়িতে চলন্ত পথে থাকেন। ফলে অনেকের সামর্থ্য থাকার পরও ইফতার সামগ্রী কেনার সময় পান না। তাই কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস, ট্রাক, মাইক্রোবাস, মিনি ট্রাক চালক ও যাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরও জানান, ঈদে ঘরমুখো মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে। আকস্মিক ইফতার পেয়ে যাত্রীরাও অনেক খুশি হয়েছেন।