ঈদের আনন্দ নেই মির্জাপুরের পত্রিকা হকার নুরুল ইসলামের পরিবারে

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার ॥
ঈদের আনন্দ নেই টাঙ্গাইলের মির্জাপুরের পত্রিকা হকার নুরুল ইসলামের পরিবারে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ ২০ দিন ধরে তিনি কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে।
তাঁর ছেলে হাসান মিয়া জানান, নুরুল ইসলাম গত ২২ মার্চ ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাস্ট্যান্ডে ঢাকা থেকে আসা পত্রিকা সংগ্রহ করে সাইকেলে চেপে তা বিলির উদ্দ্যেশে রওনা হন। পথে মহাসড়কের কমিদধল্যা এলাকায় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। তিনিও গুরুতর আহত হন। চিকিৎসার জন্য স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করান।
হাসান মিয়া জানান, তাঁর বাবা আহত হওয়ার পর থেকে চিকিৎসায় প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে। তাদের সাত ভাই বোনের মধ্যে ছয়জনই স্কুল কলেজে লেখাপড়া করেন। একদিকে তাদের লেখাপড়ার খরচ অন্যদিকে বাবার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সংসারে পড়ে গেছে টানাটানি।
ঈদের কেনাকেটার বিষয়ে জানতে চাইলে হাসান জানান, এবার তাদের ঈদের কেনাকাটাও নেই আনন্দও নেই। এখন তাদের চাওয়া বাবা যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরতে পারেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় আহত হকার নুরুল ইসলামের আহত হওয়ার খবর পেয়ে আজকের পত্রিকার জেনারেল ম্যানেজার (সার্কুকেলশন) এবিএম জাকারিয়া ব্যক্তিগত ভাবে তিন হাজার টাকা সহয়তা করেছেন।
কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. জয়ন্ত কুমার দাস জানান, নুরুল ইসলামের বুকের একটি হাড়ে ফাটল ধরেছে ও পায়ে আঘাত পেয়েছেন। চিকিৎসার পাশাপাশি বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে তিনি জানিয়েছেন।

২১৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *