
স্টাফ রিপোর্টার ॥
যথাযোগ্য মর্যাদায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে টাঙ্গাইলে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পালন করেন প্রধান এই ধর্মীয় উৎসব।
জেলার প্রধান ঈদ জামাতে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসুল্লীরাসহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে মোনাজাত করেন টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা শামসুজ্জামান।
সকালের বিভিন্ন সময়ে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ ও মসজিদগুলোতে অনুষ্ঠিত ঈদের নামাজে পেশ ইমাম ও খতিবরা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় কারাগারসহ সরকারি হাসপাতাল, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, দুস্থ কল্যাণ কেন্দ্র এবং শিশু ও মাতৃসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।