২০১ গম্বুজ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত ॥ উপচেপড়া পর্যটকের ভীড়

গোপালপুর টাঙ্গাইল লিড নিউজ

নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়ায় অবস্থিত ২০১ গম্বুজ মসজিদে জেলার অন্যতম বৃহৎ ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল দশটায় অনুষ্ঠিত ঈদের নামাজের ইমামতি করেন অত্র মসজিদের ইমাম ও খতিব মুফতী আবদুল্লাহ আল মামুন। তেলাওয়াত করেন অত্র মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইমরান মাহমুদ।
২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ সারাদেশ থেকে আগত, কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজে অংশ নেন। ২০১ গম্বুজ মসজিদ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ। যা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রাম অবস্থিত। মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সারাদেশ থেকে হাজার হাজার পর্যটকের আগমন ঘটেছে। আর ঈদের এই দিনে অন্যান্য দিনের চেয়ে কয়েকগুণ বেশি মুসুল্লী ও নারী-পুরুষ পর্যটকরা এসে এখানে উপস্থিত হয়েছেন। এখানে তারা ঈদের নামাজসহ বিভিন্ন ওয়াক্তের নামাজ আদায় করাসহ মসজিদের সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করছেন।

 

৩৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *