
স্টাফ রিপোর্টার ॥
বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে।
তিনি শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানীতে কালক্ষরুদ্র মন্দিরে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের হরগৌরী পূজা ও চৈত্র সংক্রান্তির মেলায় আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
নাগরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী আরিয়া ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য সুভাষ চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সীমা সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় সাহা, দপ্তর সম্পাদক সুমন সরকার নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসীম উদ্দিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।