স্টাফ রিপোর্টার।।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপলক্ষে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮২ তম ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও শিশু-কিশোরদের বাই-সাইকেল চালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেন। প্রতিযোগিতার উদ্বোধন করনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী। দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। চিলাবাড়ি ও দাইন্যা চৌধুরী গ্রামবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিক ও বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিপুল সংখ্যক এ প্রতিযোগিতা উপভোগ করেন।
২৪০ Views