ধনবাড়ী প্রতিনিধি।।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার বিলাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১২ এপ্রিল) রাতে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিজয় এন্টার প্রাইজ ও স্টাইলেস ফ্যাশণের আয়োজনে বিলাসপুর ক্রিকেট টুর্ণামেন্টের এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের উদ্বোধন করেন ধনবনাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল।
এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম, টুর্ণামেন্টের সভাপতি আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণ তালুকদার, সাবেক কাউন্সিলর মাসুদ রানা ও সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যন্যরা।
খেলায় বিলাসপুর রেড ডেবিলস ও বিলাসপুর কিংস দল সহ বিলাসপুর লায়ন্স ও বিলাসপুর টাইগার টিম অংশ নেয়।
খেলাটি ধনবাড়ী,মধুপুর,জামালপুরসহ আশপাশ জেলার দর্শকরা উপভোগ করেন। এ টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী পবিত্র ঈদ-উল আযহায় অনুষ্ঠিত হবে।