
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় মামার বিয়েতে বেড়াতে এসে নিখোঁজ হয়েছে ১০ বছরের শিশু আশিয়ান। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে সল্লায় ঝিনাই নদীতে নতুন নির্মানাধীন সেতুর নিচ থেকে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ শিশু ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে। আশিয়ান এই বছর ২০ পাড়া কোরআনের হিফজ শেষ করেছে।
স্থানীয় শাহিন হোসেন নামে একজন বলেন, সল্লা এলাকার নাহিদ হোসেন নামে একজনের বিয়ে উপলক্ষে তার ভাগ্নি তাদের বাড়িতে আসে। দুপুরে ওই শিশুসহ অন্যান্যরা ঝিনাই নদীতে গোসল করতে নামলে শিশু আশিয়ান (১০) নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা দু’জনকে তাৎক্ষণিক উদ্ধার করে। এদিকে খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চলমান রেখেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই ওই শিশুকে উদ্ধার করা হবে। এই সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ওই শিশু।