খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে- ড. আব্দুর রাজ্জাক এমপি

খেলা টাঙ্গাইল ধনবাড়ী লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, খেলাধুলা বয়স্কসহ সকল বয়সী মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। এজন্য সকলকে খেলাধুলায় বেশী মনোযোগী হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। দেশকে স্বাধীন করেই তিনি ক্ষান্ত হননি, তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালকে আধুনিক ফুটবলের রুপকার হিসেবে আখ্যায়িত করে তার ক্রীড়া ও সংস্কৃতির প্রতি যে বিশেষ অনুরাগ ছিলো সে বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে শহীদ শেখ কামালের ভূমিকা ছিলো অনবদ্য। ক্রীড়াঙ্গণে দীর্ঘমেয়াদী উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে তৃণমুল থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম তারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় গোপালপুর হেমনগর হা-ডু-ডু দলকে ২-১ পয়েন্টে হারিয়ে ধনবাড়ীর মুশুদ্দি হা-ডু-ডু দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেয়। সকল বয়সী কয়েক হাজার মানুষ ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

৩৪৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *