শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিক হতে হবে- শিক্ষা প্রতিমন্ত্রী

টাঙ্গাইল ধনবাড়ী লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা বলেছেন, শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিক হতে হবে। এছাড়া শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ঘুরে নিজেদেরকেই উদ্যোক্তা হতে হবে। এতে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে যেমন গড়ে উঠবে তেমনি নিজেই সমাজের কাছে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, মানবিক, সৃজনশীল করে তোলার সিলেবাস ও প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব শিক্ষা কারিকুলামে জোর দেওয়া হচ্ছে। গ্রাজুয়েট হওয়ার পর শিক্ষার্থীরা যেন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনশক্তিতে জনসম্পদে পরিণত করতে কাজ করছে বর্তমান সরকার।
শনিবার (১৩ এপ্রিল) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন ও শিক্ষার মানন্নোয়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় ধনবাড়ী উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোস্তাফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার কদমতলী হাইস্কুল পরিদর্শন করেন।

 

 

 

২৩৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *