স্টাফ রিপোর্টার ॥
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে টাঙ্গাইল জেলার তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলার নির্বাচন আগামী (৮ মে) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যলয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা নির্বাচন কমিশনের সচিবের নিকট প্রেরণ করেছেন।
মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা থেকে জানা যায়, এই তিন উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
ধনবাড়ি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- মেহেদী হাসান, হারুনার রশিদ, আজিজুল ইসলাম, খন্দকার মনজুরুল ইসলাম তপন, আব্দুল ওয়াদুদ তালুকদার ও মোর্শেদা ইসলাম। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন।
মধুপুর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন। তারা হলেন- ছরোয়ার আলম খান, ইয়াকুব আলী ও মীর ফরহাদুল আলম। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৪ জন।
গোপালপুর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন। তারা হলেন- আব্দুল মোমেন, শামছুল আলম, খায়রুল ইসলাম, কে এম গিয়াস উদ্দিন ও আইয়ুব খান। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন।
চলতি বছরের গত (২১ মার্চ) প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী (৮ মে) অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের উপজেলার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল (১৫ এপ্রিল)। মনোনয়নপত্র বাছাই হবে আগামী (১৭ এপ্রিল), প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী (২২ এপ্রিল) এবং ভোট হবে আগামী (৮ মে)।