সখীপুরে বহেড়াতৈল-বেতুয়া রাস্তার কাজের উদ্বোধন

টাঙ্গাইল সখিপুর

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের পক্ষে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল ও বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ হোসেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঐতিহ্যবাহী নকিল বিলের উপর দিয়ে যাওয়া বহেড়াতৈল বাজার থেকে বেতুয়া বাজার পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, বহেড়াতৈল ইউনিয়নে নকিল বিলের উপর দিয়ে যাওয়া রাস্তাটি পাকা করণ স্থানীয় এলাকাবাসীর দীর্ঘ দিনের। রাস্তাটি একটা নদী ও বড় একটা বিলের উপর দিয়ে যাওয়ায় এখনো বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিনোদনের জন্য আসে। রাস্তাটি পাকাকরণ হলে বিনোদনের পাশাপাশি অনেকের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান বলেন, বাসাইল-সখীপুরের প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের স্বপ্ন ছিলো নকিল বিলের উপর দিয়ে যাওয়া রাস্তা পাকা করণ ও দৃষ্টি নন্দন করে গড়ে তোলা। বর্ষা মৌসুমে পর্যটকরা যাতে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন, প্রয়াত বাবার স্বপ্ন পূরণ ও জনগণের ভোগান্তি কমাতে রাস্তাটির কাজে গুরুত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।
২নং বহেড়াতৈল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উজ্জল হোসাইন বলেন, বহেড়াতৈল থেকে বেতুয়া পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এতে জনগণের চরম ভোগান্তি পোহাতে হয়। রাস্তাটি করতে পারলে স্থানীয় জনসাধারণ ও আশেপাশের উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে। আপাতত মাটি দিয়ে রাস্তাটি উঁচু করে পাকাকরণের উপযোগী করা হবে। রাস্তাটির কাজ শুরু করায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই।
রাস্তাটির উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বহেড়াতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, প্যানেল চেয়ারম্যান উজ্জল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান আপেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুবকর সিদ্দিকী অপুসহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সদস্য, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

৯৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *