নুর আলম, গোপালপুর ॥
গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ১ জন চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান মধ্যে ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে জেলা নির্বাচন কমিশন।
স্থগিত হওয়া চেয়ারম্যান পদপ্রার্থী হলেন, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান এবং স্থগিত হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যথাসময়ে ব্যাংকের ঋণ পরিশোধ না করার কারণে চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম আক্তারের মনোনয়ন স্থগিত করা হয়।
অন্যদিকে চেয়ারম্যান পদে কে এম গিয়াস উদ্দিন, আব্দুল মোমেন ও শামসুল আলম, খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মারুফ হাসান ও শামীম আল মামুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কমিশন।