টাঙ্গাইলের রাবনায় যমুনা ব্রিক্সের মালিককে হত্যার চেষ্টা

অপরাধ টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রাবনা নয়াপাড়ায় যমুনা ব্রিক্সের (ইটভাটা) মালিক মোখলেছুর রহমানকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মোখলেছুর রহমান টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মোখলেছুর রহমানের স্বজনরা জানান, রাবনা নয়াপাড়ার পাশের গ্রাম সদুল্লাপুরের একটি সন্ত্রাসী পরিবার দীর্ঘদিন যাবৎ যমুনা ইটভাটার জমি বেদখলের পাঁয়তারা করে আসছে। এরই অংশ হিসেবে গত (১৪ এপ্রিল) বিকেলে ইটভাটার অফিসের সামনে সন্ত্রাসীরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মোখলেছুর রহমানের ওপর হামলা চালায়। সদর উপজেলার দুরিয়াবাড়ি গ্রামের চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা চালায়। সন্ত্রাসীদের রডের আঘাতে মোখলেছুর রহমানের মাথার পেছন দিকের অংশ ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মোখলেছুর রহমান বাদী হয়ে গত (১৫ এপ্রিল) মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মূল আসামী মামুন গ্রেফতার হলেও অজ্ঞাতনামা অন্য আসামীরা ও ইটভাটার জমি বেদখলের পাঁয়তারাকারী সদুল্লাপুরের ওই সন্ত্রাসী পরিবারের সদস্যরা মোখলেছুর রহমানের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলাটি তদন্ত করছেন টাঙ্গাইল সদর থানার এসআই আরিফ রব্বানী। তিনি জানান, গ্রেফতারকৃত আসামী মামুন কারাগারে আছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

২১৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *