বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, বাসাইল থানার ওসি মাজহারুল আমিন, উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব সহ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা।
বাসাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
২৪০ Views