
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পশ্চিম পাড়ায় “আল ইমাম ইসলামিক সেন্টার” এর উদ্যোগে আল ইমাম মসজিদে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। আল ইমাম ইসলামিক সেন্টারেরর ‘আত্মকর্মসংস্থান প্রকল্প-২০২৪’ এর আওতায় গরীব দুস্থ মহিলাদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুহাম্মদ সালাহ উদ্দিন আশরাফি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর উপজেলা ওলামা লীগের সভাপতি ইকরাম ফারুক, ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া, ওয়াজ উদ্দন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
আল ইমাম ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী রুহুল আমিন ইমাম জানান, আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে আত্মকর্মসংস্থান প্রকল্প -২০২৪ এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকর ৮ জন গরীব ও দুস্থ মহিলাদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন