
ধনবাড়ী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন মোর্শেদা ইসলাম।
ধনবাড়ী পৌর সভার সাবেক মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী। খন্দকার মঞ্জুরুল ইসলামও চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিবেন। তারা স্বামী-স্ত্রী দুজনেই মিলেন মনোনয়পত্র দাখিল করে ছিলেন।
সোমবার (২২ এপ্রিল) উপজেলা নির্বাচন কর্মকর্তা মণি শংকর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে মোর্শেদা ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এছাড়াও নির্বাচনে যারা অংশ নিবেন তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি ও সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম।
পুরুষ ভাইস চেয়ারম্যানে শামছুল হুদা, আবু তালেব মুকুল, সাইফুল ইসলাম বকল, জহিরুল ইসলাম ও সোহেল তালুকদার এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানে জেব উন নাহার লিনা বকল, মোছা: কল্পনা বেগম ও তাহামিনা আক্তার লিপি নির্বাচনে অংশ নিবেন।