স্টাফ রিপোর্টার ॥
প্রাণঘাতী তাপদাহ থেকে মুক্তি পেতে টাঙ্গাইলে বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ডিষ্টিকে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেন টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকার মুসল্লিগণ।
এ সময় বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করেন এবং নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর বিশেষ মোনাজাত করা হয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানায়, সারা দেশে প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের প্রাণঘাতী হচ্ছে। প্রখর রোদের কারণে শ্রমজীবী মানুষ বাহিরে বের হতে পারছে না। নানা ধরনের ফলসহ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্না-কাটি করেছি।
২৩৫ Views