মির্জাপুরে সাংবাদিকদের সঙ্গে শিল্পপতি বাবুলের মতবিনিময়

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন আওয়ামী লীগ নেতা শিল্পপতি রেজাউল করিম বাবুল। গত সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি আগামী (৫ জুন) চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করবেন। মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় চলাকালীন সময় তিনি সমসাময়িক রাজনীতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, তার বড় ভাই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নিউটেক্স গ্রুপের তৎকালীন চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মির্জাপুরে আওয়ামী লীগকে শক্তিশালী করতে রাজনৈতিকভাবে অগ্রগামী ভূমিকা রাখেন। তিনি তাঁর ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, বিভিন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদান দিয়েছিলেন। এতে দলের তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত ও সুসংগঠিত হয়েছিল। ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নে রেজাউল করিম বাবুল উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিবেন উল্লেখ করে বলেন, নির্বাচনের জন্য তিনি স্লোগান নির্ধারণ করেছেন। ‘আস্থা রাখুন-পাশে থাকুন, কথা দিচ্ছি-বদলে দেব’ স্লোগান নিয়ে তিনি কাজ শুরু করেছেন। এতে মির্জাপুরের সকলস্তরের মানুষের সহায়তা কামনা করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মারুফ রহমান, ছাত্রলীগ নেতা ফুয়াদ হাসান হৃদয় ও ইউসুফ রহমান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

১৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *