
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে অনাবৃষ্টি ও তাপদাহ থেকে বাঁচতে ‘ইসতিসকার’ নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার উপজেলার আমতৈল নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা আসলাম উদ্দিন। এদিকে তীব্র গরমের মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) সখীপুরে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, দেশব্যাপী এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।