হাবিবুর রহমান ॥
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১০ দিনব্যাপী ৫ লক্ষ্য বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দিনব্যাপী সদর উপজেলার পৌর শহরের পার দিঘুলিয়া, হুগড়া ও কাতুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনজ, ফলজ ও ঔষধী গাছের প্রায় ৩ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি এলাকায় প্রায় ১ হাজার বৃক্ষরোপণ করবে বলে জানিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার।