সখীপুর প্রতিনিধি ॥
অভিনব কায়দায় টাঙ্গাইলের সখীপুরের কয়েক গ্রাম থেকে ছাগল চুরির অপরাধে মা-ছেলেসহ তাদের সহযোগীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী শাহিদা আক্তার (৫৫), তার ছেলে রাসেল (৩০), একই এলাকার জয়নালের শ্যালক দুলাল হোসেন রনি (৩৫)।
পুলিশ ও বহেড়াতৈল ইউনিয়নের ইউপি সদস্য বছির উদ্দিন জানায়, মা-ছেলে ও মামা মিলে একটি ভাড়া করা সিএনজি নিয়ে মাওনা থেকে ফিরছিল। এ সময় সিএনজিতে চুরি করা একটি বকনা ছাগল তাদের সাথে ছিল। পরে সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের আমির উদ্দিন কলেজের মাঠে ঘাস খাওয়ার সময় একটি খাসি সিএনজিতে তুলছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে ধরে ফেলে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, মা-ছেলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) আসামীদের আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।