স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার খাস কাউনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান রবিবার (২৮ এপ্রিল) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পরলে তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়র পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। সোমবার (২৯ এপ্রিল) সকালে খাস কাউনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সামাজিক কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
৩০৯ Views