সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে হিটস্ট্রোকে মুনছের আলী সরকার (১০৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, মুনছের আলী আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি সকালে বাড়ি থেকে বাজার করতে পার্শবর্তী সিঙ্গুরিয়া বাজারে যায়। বাড়ির পাশের বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে পৌঁছানোর পর বেলা ১১ টার দিকে প্রচন্ড তাপমাত্রার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা সাড়ে ১১ টায় বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, মুনছের আলীর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক ও গভীর সমবেদনা প্রকাশ করছি
২৬০ Views