স্টাফ রিপোর্টার ।।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার ঘাটাইল, কালিহাতী ও ভুঞাপুর উপজেলায় প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে প্রতিক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী প্রতিদ্বন্দি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে সহকারী রির্টানিং কর্মকর্তাবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ, প্রতিদ্বন্দি প্রার্থী ও তাদের মনোনীত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিক পাওয়ার পরপরই প্রাথীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারে নেমে পরেছেন।