নাগরপুরে দলিল লেখকের উপর সন্ত্রাসী হামলা

অপরাধ আইন আদালত টাঙ্গাইল নাগরপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুরে দলিল লেখক তানভীর হাসান আন্নার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তান্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা অর্থপেডিক পনর্বাসন সেন্টার (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আন্নার বড় ভাই ইমরান হোসেন রানা বাদি হয়ে শুক্রবার (৩ মে) আটজনের নামে ও আরো ৫/৬জনকে অজ্ঞাত আসামী করে নাগরপুর থানায় মামলা দায়ের করেছেন। আন্না সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামের শাহআলম মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে বেকড়া ইটভাটার সামনে এই হামলার ঘটনা ঘটে। আসামীরা হলেন, নজরুল ইসলাম ওয়াসীম, আরিফ শিকদার, সাদ্দাম, জাহাাঙ্গীর শিকদার, পাভেল, হযরত, আবুল, বাদল শেখ ওরফে কালা বাদল।
মামলা সুত্রে জানা গেছে, আন্না ঘুনপাড়ার বাড়ি থেকে নাগরপুরে ভুমি অফিসে দলিল লেখকের কাজ করে থাকেন। এ কারণে তাকে প্রতিদিন মোটরসাইকেল যোগে যাতায়াত করতে হয়। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (২ মে) মোটরসাইকেল নিয়ে অফিসে যাচ্ছিলেন। এ সময় পুর্ব থেকেই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে চোখে মুখে ধুলা ছিটিয়ে দেয়। এ সময় সে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। সন্ত্রসাীরা তাকে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতে ঢাকা অর্থপেডিক পনর্বাসন সেন্টার (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, আটজনের নামে ও আরো ৫/৬জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৩০২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *