কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য জিন্নাহ ইন্তেকাল করেছেন

কালিহাতী টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ।।
এরশাদ, খালেদা জিয়া এবং ওয়ান ইলিভেন সরকার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কালিহাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু মোহাম্মদ জিন্নাহ বৃহস্পতিবার (২ মে) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
গতকাল বাদ আছর মরহুমের নিজ গ্রাম সালেংকা ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম তালুকদার ঠান্ডু, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাসহ টাঙ্গাইল জেলা ও কালিহাতী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লোকজন জানাজার নামাজে অংশ নেন। পরে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

২৭৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *