মধুপুর-ধনবাড়ী উপজেলা নির্বাচনে ভোটের মাঠে প্রার্থীরা ॥ ৮ মে নির্বাচন

টাঙ্গাইল ধনবাড়ী মধুপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী এই দুই উপজেলা পরিষদ নির্বাচন আগামী (৮ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে নানা জল্পনা-কল্পনার শেষ নেই প্রার্থী ও ভোটারদের মাঝে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্ব স্ব প্রতীকে ভোট প্রার্থনা করে ভোটারদেরকে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
জানা যায়, মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন চারজন। নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
মধুপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু (দোয়াত কলম), টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী (আনারস) প্রতীক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা: মীর ফরহাদুল আলম মনি (মোটর সাইকেল) প্রতীক নিয়ে জোড় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন (মাইক), শরীফ আহমেদ (টিয়া), সজীব আহমেদ (তালা), হারাধন চন্দ্র সিংহ (চশমা), আবুল খায়ের মোহাম্মদ শহিদুল ইসলাম (উড়োজাহাজ), খন্দকার সামসুল আরেফিন (টিউবয়েল) প্রতীক নিয়ে জোড় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক (ফুটবল), সন্ধ্যা সিমসাং (প্রজাপতি), নিগার সুলতানা (হাঁস) ও মিনারা বেগম (পদ্ম ফুল) প্রতীক নিয়ে জোড় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ৩ জন। ভোটের মাঠে প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন।
ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটর সাইকেল), বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (দোয়াত কলম), বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি (আনারস), সাবেক ছাত্র নেতা আজিজুল ইসলাম (হেলিকাপ্টর) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা (টিওবয়েল), সোহেল তালুকদার (টিয়া), সাবেক ছাত্রনেতা জহুরুল ইসলাম কালু (তালা), মোহাম্মদ আবু তালেব (গ্যাস সিলিন্ডার) ও সাইফুল ইসলাম বকল (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা আক্তার লিপি (কলস), জেবউন্নাহার লিনা (ফুটবল) ও কল্পনা বেগম (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

৩০০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *