স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মিজাপুরে নুরুল ইসলাম নুরুল (৩৮) নামে এক মেশিন চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) রাত একটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এই খুনের ঘটনা ঘটে। শুক্রবার (৩ মে) ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
নুরুল ইসলাম ওই গ্রামের রবি মিয়া ও বানু বেগমের ছেলে। তিনি সকালে মাটি কাটা ও দিনের বাকি সময় রিকশা এবং রাতে বোরো আবাদের মেশিন চালাতেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, বাদেহালালিয়া গ্রামের নুরুল ইসলাম নুরুল একজন দিন মজুর ও রিকশা চালক। দিনের সকালে মাটি কাটার কাজ করতেন এবং বাকি সময় রিকশা চালাতেন। তিনি পার্শ্ববর্তী উফুল্কী গ্রামের গদু মাতাব্বরের মেয়েকে বিয়ে করেন। তার স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের বাদেহালালিয়া গ্রামে বোরো আবাদের একটি প্রজেক্ট রয়েছে। নুরুল ইসলাম রাতে ওই প্রজেক্টের মেশিন চালাতেন। প্রতি রাতের ন্যায় বৃহস্পতিবার (২ মে) রাতেও তিনি বোরো জমিতে পানি দেয়ার কাজ করছিলেন। রাত একটার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় পাশের বাড়ির লোকজন তার চিৎকারের শব্দ পেলে চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তুলেন। পরে তারা ওই মেশিন ঘরের কাছে গেলে নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থাকার উপ-পরিদর্শক (এসআই) সোহেল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
বানাইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার আরিফুর রহমান সোহেল মোল্লা জানান, নুরুল ইসলাম একজন পরিশ্রমী মানুষ ছিলেন। কে বা কারা রাতের আধারে তাকে কুপিয়ে হত্যা করেছে।
মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমরান উদ্দিন জানান, ভোরে মরদেহ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।