
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৬ নং কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে অনাস্থা দেয়া হয়েছে। অনিয়ম ও দূর্নীতির অভিযোগে পরিষদের ১ জন সংরক্ষিত মহিলা ও সাধারণ ৮ জন ইউপি সদস্য লিখিত আকারে এ অনাস্থা প্রস্তাব দেয়।
অভিযোগের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ মে) স্বাক্ষরিত ইউপি সদস্যরা স্বশরীরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সরকারি বিভিন্ন দপ্তর বরাবর অনাস্থা প্রস্তাব প্রাদান করেন। অভিযোগে ঐ চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতি ঘটনা উল্লেখ করে বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতিসহ ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অশ্লীল কথাবার্তা, অসদাচারণ, অর্থ আত্মসাৎ, বিদেশ পাঠানোর নামে সাধারণ মানুষদের থেকে টাকা আত্মসাৎ, টিসিবি কার্ডে নিয়ম না মানা ও বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মসহ ১০ টি অভিযোগ ঐ অনাস্থা প্রস্তাব দেওয়া হয়। তাছাড়া অনাস্থা প্রস্তাবে উল্লেখ আছে, কথায় কথায় চেয়ারম্যান ইউপি সদস্যদের সাথে অত্যন্ত খারাপ আচরণ এবং প্রভাব দেখায়।
ইউপি সদস্যরা জানায়, এমন চেয়ারম্যানের সাথে পরিষদের কাজ নির্বিঘ্নে চালানো সম্ভব হচ্ছে না। তাই আমরা লিখিত অনাস্থা প্রস্তাব দিয়েছি।
অভিযুক্ত চেয়ারম্যান মুঠোফোনে জানায়, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। তিনি দাবি করেন, আমি ষড়যন্ত্রের শিকার। সঠিকভাবে তদন্ত হলে অবশ্যই সত্য প্রমাণিত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানায়, ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আবেদন পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।