স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ৩৫ দিন পর এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বৃষ্টি শুরু হয়ে ৭:৪০ মিনিটে এ বৃষ্টি শেষ হয়। মাত্র ১০ মিনিট ছিল এক পশলা স্বস্তির বৃষ্টি। মাস ব্যাপী তাপদাহ সহ্য করার বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছেন অনেকে। তবে বৃষ্টিতে পথচারী ও সাধারণ মানুষকে আটকা পড়ে থাকতে দেখা গেছে। এছাড়াও অনেককেই ছাতা নিয়ে গন্তব্যে ফিরতে দেখা গেছে।
শিক্ষার্থী সামি সিকদার বলেন, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গেছি। অবশেষে বৃষ্টি হলো। আর বৃষ্টিতে ভেজা সেই সুযোগটি আর মিস করলাম না। বাবা-মা মানা করেছে বৃষ্টিতে ভিজতে। তবে আজ কারো কথা না শুনে বৃষ্টিতে ভিজে নিলাম খুব ভালো লাগলো। দীর্ঘ সময় বৃষ্টি হলে আরও ভালো লাগতো।
রিকশা চালক মোতালেব মিয়া বলেন, গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। দীর্ঘ দিন পর টাঙ্গাইলে বৃষ্টি হলো, তাই সুযোগটা হাত ছাড়া করলাম না রিকশা রাস্তার পাশে রেখে ভিজে নিলাম। এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগলো।
টাঙ্গাইলের আবহাওয়া অফিসের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, সর্বশেষ টাঙ্গাইলে ৩১ মার্চ বৃষ্টি হয়েছিল। তারপর থেকে কোথা কোন বৃষ্টি হয়নি। রবিবার (৫ মে) সন্ধ্যার পর শহরে বৃষ্টি হয়েছে। রাতে ঝড়সহ বৃষ্টি হওয়া সম্ভবনা রয়েছে।
টাঙ্গাইলে ৩৫ দিন পর এক পশলা স্বস্তির বৃষ্টি
৩৫৩ Views