মাভাবিপ্রবিতে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত

টাঙ্গাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির আয়োজনে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২ তলার কনফারেন্স রুমে প্রর্দশনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ১৪ টি দল তাদের উদ্ভাবনী প্রর্দশন করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন উদ্ভাবনগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। প্রর্দশনী শেষে বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রর্দশনীতে ১ম স্থান অর্জন করে পদার্থবিজ্ঞান বিভাগের লাই-ফাই সিকিউর: ডোর লক এন্ড পেমেন্ট সিস্টেম, ২য় স্থান অর্জন করে পদার্থবিজ্ঞান বিভাগের পিকো হাইড্রোইলেকট্রিক পাওয়ার জেনারেশন ইউটিলাইজিং হাউজহোল্ড ও ৩য় স্থান অর্জন করে আইসিটি বিভাগের ডিজিটাল ইলেকট্রিক মিটার।

 

২৭৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *