ধনবাড়ী ও মধুপুর উপজেলা নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে

টাঙ্গাইল ধনবাড়ী মধুপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।
৮ মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইল জেলার ধনবাড়ী ও মধুপুর উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ মে) দুপুরের পর থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হন্তান্তর শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তারা সংশিষ্ট নির্বাচন অফিস থেকে রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। পরে এসব সরঞ্জাম আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্র গুলোতে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা।
এদিকে, সুষ্ঠ নির্বাচনের জন্য সকল প্রস্তুুতি গ্রহন করেছে নির্বাচন কমিশন।  নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তরা টাঙ্গাইল নিউজ বিডিকে বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদলত টহলে আছে।

২৯৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *