
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুরে কিশোর গ্যাং দ্বারা মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যার চেষ্টার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। কিশোরগ্যাং লীডার নজরুল ইসলাম ওরফে ওয়াসীম শিকদার (৪৫) ও বাদল শেখ (২৮) (কালা বাদল) কে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকেই টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন ভাটপাড়া এলাকা হতে তাদের গ্রেফতার করে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ২ মে সকালে পূর্বশত্রুতার জের ধরে কিশোরগ্যাং লীডার নজরুল ইসলাম ও ওয়াসীম শিকদার তার অন্যান্য গ্যাং সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহ্আলম মিয়ার ছেলে এবং নাগরপুর সাব-রেজিস্ট্রি অফিসের মুহুরী তানভীর হোসেন তান্না (৩৮) কে উপজেলার বেকড়া এলকায় শওকত চেয়ারম্যানের ইট ভাটার ফাঁকা জায়গায় পথরোধ আটকিয়ে অতর্কিত আক্রমণ করে শরীরের বিভিন্ন জায়গায় হাড়ফাটা গুরুতর রক্তাক্ত জখম করে।
আহত তানভীর হোসেন তান্না এর সহকর্মী আব্দুল্লাহ আল-মামুন বিবাদীদের মারপিঠ থেকে ফিরানোর চেষ্টা করলে বিবাদীরা তাকেও মারপিঠ করে রক্তাক্ত জখম করে। তখন আশেপাশের লোকজন এগিয়ে এলে গুরুতর আহত তানভীর হোসেন তান্না‘কে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তান্নার অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তানভীর হোসেন তান্না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তান্নার বড় ভাই ইমরান হোসেন রানা (৪৩) বাদী হয়ে ৮ জনসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিল।
র্যাব আরও জানায়, উক্ত আসামীদেরকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার জন্য বৃহস্পতিবার (৯ মে) নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।