
ইউনুস আলী, ধনবাড়ী ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ওরফে সবুজ তালুকদার চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় উল্লাস প্রকাশ করেছেন উপজেলাবাসী। বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সবুজ তালুকদার (মোটরসাইকেল) বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
সবুজ তালুকদারের (মোটরসাইকেল) নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির খালাতো ভাই ও বর্তমান চেয়ারম্যান হারুনার রশীদ হীরা প্রতীকে পেয়েছে ৩০ হাজার ৭৩০ ভোট। হারুনার রশীদ হীরা (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট। সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির মামাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৬৫০ ভোট। সবুজ তালুকদার ১ হাজার ৪৩১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
এছাড়া এই নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু তালেব মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কল্পনা বেগম। নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার ৫৪.৯৬ শতাংশ।
এই বিজয়ের ফলে বৃহস্পতিবার (৯ মে) সাংবাদিকদের মাধ্যমে সবুজ তালুকদার ধনবাড়ীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবুজ তালুকদারকে চেয়ারম্যান ঘোষণার পরপরই রাতেই তাঁর কার্যালয়ে সাধারণ জনগণ ও নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে দল-মত নির্বিশেষে উপজেলার বিভিন্নস্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন সমর্থিতরা।
সবুজ তালুকদার টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, উপজেলাবাসীর দোয়া আর ভালোবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার একটাই লক্ষ্য তাদের দেওয়া সম্মান রক্ষা করা। উন্নয়নমূলক কাজের ব্যাপারে অপর প্রশ্নের জবাবে তিনি টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, এখন থেকে উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে এবং সঠিক বরাদ্দতেই হবে। কোনো কাজের অনিয়ম সহ্য করা হবে না। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় উপজেলাবাসীর পক্ষ আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধনবাদ জানাই। তিনি আরও বলেন, এর আগের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হারুনার রশীদ হীরা। তিনি একজন পেশায় ব্যবসায়ী। ফলে দলের ভিতর শুরু হয় অপরাজনীতি ও কোন্দলের। তৃণমূলের নেতকর্মীরা দল থেকে ছিঁটকে পড়ে। উপজেলা আওয়ামী লীগও সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। সবুজ তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মুখে হাঁসি ফুটেছে।