নাগরপুরে ধান ক্ষেতে এক নারীর মরদেহ উদ্ধার

অপরাধ টাঙ্গাইল নাগরপুর

নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে ধান ক্ষেতের আইল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) সকালে উপজেলার কাঠুরী গ্রামের একটু আদুরে বারাপুষা এলাকার নির্জন ধান ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী অঞ্জনা বেগম (৪২)। এটি পরিকল্পিত হত্যা নাকি নিছক দুর্ঘটনা এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
মৃতের ছোট ছেলের স্ত্রী প্রিয়া আক্তার টাঙ্গাইল নিউজবিডিকে জানান, বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০ টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন অঞ্জনা বেগম। শুক্রবার (১০ মে) সকাল ৮ টার দিকে খবর পান কাঠুরী গ্রামের নিজাম উদ্দিনের বাড়ীর পশ্চিম পাশের ধান ক্ষেতে এক নারীর লাশ পরে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছে।
নিহত ওই নারীর পিতা গনি মিয়া টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, আমার মেয়ে কাল বাড়ীতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শী বাহাদুর মিয়া টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, সকাল ৭ টার দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন ঘরে যাবার সময় ক্ষেতের আইলে নারীর লাশ পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনদের বিষয়টি জানাই।
নিহতের স্বামী নজরুল ইসলাম টাঙ্গাইল নিউজবিডিকে জানান, বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টার দিকে কাজের জন্য বাহিরে চলে যাই। বাড়ী ফিরে এসে ছেলের বৌদের কাছে তাদের শাশুড়ীর কোথায় গেছে জানতে চাইলে তারা বলেন বাপের বাড়ী গেছে। সকালে খবর পাই ধান ক্ষেতে পরে আছে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

৩০৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *