সোহেল রানা, কালিহাতী ॥
দ্বিতীয় ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লার (মোটর সাইকেল) প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কালিহাতী পৌর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) সন্ধ্যায় শহীদ শফি সিদ্দিক চত্ত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। আগামী (২১ মে) কালিহাতী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।
কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফ আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভায় বক্তারা আসন্ন কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার (মোটর সাইকেল) প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।