স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল পৌর শহরের কাগমারী পাল পাড়া এলাকায় শ্রী শ্রী কানাই বলাই ও রাধা শ্যাম সুন্দর ইসকন মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন শুক্রবার (১০ মে) মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিফলক উম্মোচন করেন।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা কমিটির পরিচালক রামেশ্বর চৈতন্য দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইসকন এর কর্মকর্তাবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সকল ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।