স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে এক চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপী থাকায় চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি রেজাউল করিম বাবুল ও মনোনয়ন পত্রে ভুল করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
রবিবার (১২ মে) মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের যাচাই-বাছাই শেষ হয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন। মনেনায়নপত্র বাতিলের বিষয়ে দুই প্রার্থী আপিল করবেন বলে তারা জানিয়েছেন। এই উপজেলায় চতুর্থ ধাপে আগামী (৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, যাচাই-বাছাই শেষে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মির্জাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বাক আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শওকত মিয়ার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, জেলা মহিলা লীগ নেত্রী চাঁদ সুলতানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহাবুবা শাহরীন ও রুবি আক্তার কনার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।