এমপি জয়ের জিহ্বা কেটে নেয়ার হুমকি দিলেন জেলা আ’লীগ নেতা কিসলু

টাঙ্গাইল রাজনীতি লিড নিউজ সখিপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়ের জিহ্বা কেটে ফেলার হুমকি দিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু।
শনিবার (১২ মে) বিকেলে সখীপুর উপজেলার নলুয়া বাজার সংলগ্ন যাদবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রতিবাদ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এমন বক্তব্যের পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে প্রতিবাদের ঝড় বইছে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম আতিকুর রহমানসহ এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে ইউপি সদস্যরা এ প্রতিবাদ সভার আয়োজন করে।
এমপি অনুপম শাহজাহান জয়কে উদ্দেশ্য করে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু বলেন, আপনাকে আমি সাবধান করে দিতে চাই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনো দিন কোনো কথা বলেন, তাহলে আপনার জিহ্বা থাকবে না। সকল মানুষকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আপনি ভালো হয়ে যান। অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পাঁয়তারা করছেন। তাঁকে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পরে এই সখীপুরে যত এমপি হয়েছে কেউ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারে নাই। সেই মানুষটির ছবি পার্টি অফিস থেকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। যারা ফেলে দিয়েছে আমি মনে করি তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না। যারা ওই পার্টি অফিস থেকে আমাদের নেতার ছবি ডাস্টবিনে ফেলেছেন তারা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক ও আদর্শের কর্মী না। আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে অপমান করতে দিব না। উপজেলা পরিষদ নির্বাচনের কারনে আমরা আন্দোলনে যাচ্ছি না। সহজে আমরা এটা ছাড়বো না।
এছাড়া প্রতিবাদ সভায় বক্তারা হামলার ঘটনায় দোষীদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। এ সময় যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট বদিউজ্জামান ফারুক, উপ-দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত (২৫ এপ্রিল) যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। এতে সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্যের অনুসারী দুইপক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। মামলা দুটি তদন্তাধীন রয়েছে।

৩৭৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *