
স্টাফ রিপোর্টার ।।
“সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” শ্লোগানে সোমবার (১৩ মে) টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে নিবন্ধন মেলা ও উদ্বুদ্ধকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্স মাঠে নিবন্ধন মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সংসদ সদস্য ছোট মনির। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধাসমূহ তুলে ধরে প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিমে সকল পেশাজীবিদের অন্তর্ভূক্ত হওয়ার আহবান জানান। সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকজন সভায় উপস্থিত ছিলেন।