তৃতীয় ধাপে নাগরপুরে প্রতীক পেয়ে প্রচারে প্রার্থীরা

টাঙ্গাইল নাগরপুর রাজনীতি লিড নিউজ

নাগরপুর প্রতিনিধি ॥
তৃতীয় ধাপে নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয় সোমবার (১৩ মে) জেলা নির্বাচন কার্যালয় থেকে। প্রতীক পেয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। পৃথক পৃথক মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করছেন।
এদিকে বসে নেই ভাইস চেয়ারম্যান (নারী/পুরুষ) প্রার্থীরা। তারা নিজনিজ কর্মী সমর্থক নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চলাচ্ছেন। আগামী (২৯ মে) নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আব্দুস সামাদ দুলাল (ঘোড়া), খন্দকার সালমান শামস জিৎ (আনারস) ও হুমায়ুন কবির (মোটরসাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে ফারুক হোসেন (তালা), আনিসুজ্জামান জুয়েল (চশমা), বাবর আল মামুন (বৈদ্যুতিক বাল্ব), ঠান্ডু মিয়া (টিউবওয়েল), গোলাম মোস্তফা (উড়োজাহাজ), হারুন অর রশিদ (গ্যাস সিলিন্ডার), শফিকুল ইসলাম শফি (বই), সোলায়মান হোসেন সেলিম (টিয়া পাখি), হাফেজ রফিকুল ইসলাম (মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামিনা বেগম শিপ্রা (বৈদ্যুতিক পাখা), জরিনা বেগম (প্রজাপ্রতি), জিয়াসমীন আক্তার জোৎসনা (হাঁস), কামরুন নাহার (ফুটবল), সাফিয়া ইউসুফ (কলস)।

২৮৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *