
ঘাটাইল প্রতিনিধি ।।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওয়াতায় কৃষকদের মাঝে বিনামুল্যে পাট বীজ এবং আউশ ধানের বীজ ও সার বিতরন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করে কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ইরতিজা হাসান।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহানসহ কৃষি বিভাগের অন্যন্য কর্মকর্তবৃন্দ ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।