নাগরপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের নিয়ে কর্মশালা

টাঙ্গাইল নাগরপুর

নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুণরেকত্রীকরণ, ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) সকালে উপজেলা সভাকক্ষে ব্র্যাক নাগরপুর শাখা এ সেমিনারের আয়োজন করে।
টাঙ্গাইল জেলার কাউন্সিলয়ার কাব্য মোহাম্মদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, নাগরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এরশাদ মিয়া, টাঙ্গাইল জেলার কো-অর্ডিনেটর এমআরএসসি শামসুজ্জামান, ব্র্যাক নাগরপুর উপজেলার শাখার প্রোগ্রাম অফিসার হারুন অর রশিদ প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদেশ ফেরত ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

৩৫৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *