স্টাফ রিপোর্টার ॥
দলীয় নির্দেশনা না মেনে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় টাঙ্গাইলের বিএনপির দুই নেতা-নেত্রীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিএনপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
এ বিষয়টি রাতে নিশ্চিত করেছন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
বহিষ্কৃতরা হলেন- জেলার নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া গোলাম মোস্তফা। তিনি উপজেলা বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া উষ্ণা আক্তার। তিনি সদর উপজেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদক।
সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বলেন, দলের সিদ্ধান্তকে সব সময় আমি শ্রদ্ধা করি। আমার মনে হয়েছে জনসাধারণ নির্বাচন চাই। আমার নির্বাচন করা উচিত। যদিও উপজেলা বিএনপি থেকে আমাকে নিষেধ করা হয়েছে। জনসমর্থন বিবেচনায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। দলীয় কাউকে আমি ব্যবহার করছি না।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া উষ্ণা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নাগরপুর উপজেলা বিএনপি'র সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সদর উপজেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদক উষ্ণা আক্তারকে কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তাদের পক্ষে প্রচারণা বা কোনো নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকলে তাকেও সংশ্লিষ্ট সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে।