টাঙ্গাইল সদর উপজেলায় বোরো ধান কর্তন উদ্বোধন

কৃষি টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার।।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণ কর্মসুচীর আওতায় সদর উপজেলায় আনুষ্ঠানিক ভাবে বোরো ধান কর্তন উদ্বোধন হয়েছে। বুধবার (১৫ মে) সকালে জমির পাকা বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিন এর মাধ্যমে কর্তন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার। এসময় উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার জানান, চলতি মৌসুমের টাঙ্গাইল সদর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে পাকতে শুরু করেছে জমির ধান। ঝড়-বৃষ্টি শুরু হওয়ার আগেই যাতে শতভাগ জমির ধান কেটে কৃষকরা ঘরে তুলতে পারে সে লক্ষে কাজ করছে কৃষি বিভাগ। ধান কাটার খরচ কমাতে এবং ধানের অপচয় রোধ করতে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন এর মাধ্যমে কর্তন করতে উদ্ভুদ্ধ করা হচ্ছে।

২৯৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *