বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে জমজ দুই বোন। তাদের একজন উচ্চ শিক্ষা গ্রহণ করে হতে চায় চিকিৎসক। অপরজন স্বপ্ন দেখে প্রকৌশলী হওয়ার।
জিপিএ-৫ প্রাপ্তরা হলেন- আফরা আনিকা হক লামিয়া ও আফরা নাওয়ার হক লাইবা। লামিয়ার প্রাপ্ত নম্বর-১১৮২ আর লাইবার প্রাপ্ত নম্বর-১১৯৬। তারা দু’জনেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। লামিয়া ও লাইবা ইমদাদুল হক ও শায়লা পারভীন সম্পত্তির জমজ কন্যা সন্তান ও বিশ্বাস বেতকা এলাকার বাসিন্দা।
লামিয়া জানায়, তাদের এ সাফল্যের পিছনে কঠোর পরিশ্রম ও তাদের মা-বাবার অবদানটাই মূখ্য ছিলো। লামিয়া ভবিষ্যতে চিকিৎসা হয়ে মানুষের সেবা করতে চায়। অপরদিকে লাইবা জানায়, আমরা দু'জন বোনের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক ভালো। পড়ালেখার ক্ষেত্রে আমরা একে অপরকে অনেক সহযোগিতা করতাম। এ বিষয়ে জমজ দুই সন্তানের জননী জানান, কখনো আমার মেয়েদের পড়ার কথা বলতে হতো না। তাদের দু’জনেই পড়াশোনার প্রতি অনেক আগ্রহী ছিলো। তাদের এ সাফল্যে আমি অনেক খুশি।
এ বিষয়ে লাইবা ও লামিয়ার গৃহ শিক্ষক মানিক চাঁদ বলেন, যখন থেকে আমি ওদের দু’জনকে পড়াই, ওদের মধ্যে কখনো পড়াশোনার প্রতি অনাগ্রহ দেখিনি। ওদের মেধা ও পরিশ্রম দেখে আমি আশাবাদী ছিলাম এ রকম ফলাফল অর্জনের বিষয়ে।