
স্টাফ রিপোর্টার ॥
ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মজলুম জননেতা মওলানা ভাসনীর আহবানে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৮তম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে শহরের গ্রন্থাগারের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীনওয়াচ ঢাকা ও সমন্বয়ক, আন্তর্জাতিক কমিটির সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, প্রধান আলোচক ছিলেন ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ঠ কবি ও সাহিত্যক বুলবুল খান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুর বারী, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি গোলাম মোস্তফা লাবু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। এ সময় ভাসানী ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) সকালে ন্যাপ ভাসানী ও ভাসানী পরিষদের পক্ষ থেকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মাজারে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ৪৮ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লং মার্চ রওনা হয়। লংমার্চ শেষে কানসাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা। সেই থেকে ১৬ মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৮ কিলোমিটার উজানে ভারত ফারাক্কা বাঁধটি নির্মাণ করে।